• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

সবুজ পাহাড়ে এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া অনুষ্ঠান 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:০২ পিএম
সবুজ পাহাড়ে এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া অনুষ্ঠান 
বক্তব্য রাখছেন এমপি মোহন

হলধর দাস: নরসিংদীর শিবপুর উপজেলার কামারটেক সবুজ পাহাড় অনার্স কলেজের  এইচএসসি-২০২২ সালের পরীক্ষার্থীদের সাফল্য কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবপুরের এমপি সংসদে হিসাব বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জহিরুল হক ভূঞা মোহন। 

মহাবিদ্যালয় গভর্ণিং বডির সভাপতি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রোটারিয়ান বশিরুল ইসলাম বশির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে অনুষ্ঠানের বিশেষ অতিথি শিবপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু,সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন,কলেজ গভর্ণিং কমিটির সাবেক সদস্য অধ্যাপক মোঃ তফাজ্জল হোসেন, সদস্য রাসেল আহমেদ, আজিজুল হক মুকুল,মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, অধ্যাপক সোহেলী আক্তার,অধ্যাপক শাহেদ সরকার,অধ্যাপক সারোয়ার ইসলাম, অধ্যাপক তামান্না ইসলাম দিলশাদ,বিদায়ী শিক্ষার্থী দিলরুবা আক্তার প্রমুখ।

প্রধান অতিথির ভাষণে এমপি মোহন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,  নিজেকে জীবন যুদ্ধেট একজন সৈনিক বানাতে পারলেই তোমরা জীবনে সফলতা অর্জন করতে পারবে। নিজের পায়ে নিজে দাঁড়াতে হলে -জানতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে। এজন্য তোমাদেরকে পরীক্ষায় ভালো ফলাফলও করতে হবে। কারণ এইসএসসি পরীক্ষার ফলাফলই তোমাকে উন্নত পথযাত্রায় নিয়ে যাবে। 

সভাপতির ভাষণে বশিরুল ইসলাম বশির বলেন, আমি এই এলাকাকে একটি শিক্ষা জোনে পরিণত করতে চাই। আমার ব্যক্তিগত জীবনে কোন চাওয়া পাওয়া নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন," বাংলাদেশের প্রতিটি গ্রাম হবে শহর।"আমি সেই লক্ষ্যেই এলাকাবাসীর মানোন্নয়নে কাজ করে যাচ্ছি।  

এবছর অত্র মহাবিদ্যালয় থেকে ৩৭৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। আগামী ৬ নভেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। 
 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ