শরীফ ইকবাল রাসেল: নরসিংদী শহরের সান সাইন মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী শিশু একাডেমী হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান মনির।
স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আবু কাউছার সুমন। প্রধান আরোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক এস এম তানভীর আহমদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক রোটারেক্ট মো: নাজমুল হক ভূঁইয়া, কাদির মোল্লা সিটি কলেজের সহকারী অধ্যাপক পপেল চন্দ্র সাহা, নরসিংদী ক্রীড়া সংষ্থার সদস্য এড. শহিদুল ইসলাম রনি মোল্লা, ফকির ডেন্টালের পরিচালক ডা: ফকির আল মামুন, ই টাচ ইঞ্জিনিয়ারিং রিমিটেড এর চেয়ারম্যান মো: মনিরুজ্জামান সরকার ও গাবতলী মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আল কাউছার সহ আরও অনেকে।
আলোচনা শেষে এসএসসি শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র সনদপত্র তুলে দেন অতিথিগণ।
এসময় শিক্ষার্থীদের দেশ গড়ার লক্ষ্যে গুণগত মানের লেখাপড়া শিখে আদর্শবান মানুষ হয়ে দেশ প্রেমে উজ্জিবীত হওয়ার পরামর্শ দেন অতিথিগণ।