হলধর দাস: দুদক পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম বলেছেন, 'সততা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব দেয়ার মত গুণসম্পন্ন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকগণের বিকল্প নেই। কারণ, শিক্ষার্থীরা সবসময় শিক্ষকের আদর্শ অনুসরণ করেই নিজের জীবনকে প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়। সফলও হয়।'
তিনি বুধবার(৩১ মে'২০২৩) বিকেলে নরসিংদীতে সততা সংঘের অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সততা প্রমোট করার লক্ষ্যে পুরস্কার /বৃত্তি প্রদান ও সততা স্টোর পুনরুজ্জীবিত করার জন্য অর্থ প্রদান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর এর উপপরিচালক মো. মোজাহার আলী সরদার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী ও জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, সততা সংঘের সদস্য শিক্ষার্থী বর্ণ বিশ্বাস, কাউছার মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে অস্বচ্ছল মেধাবী ১২ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১২(বার) হাজার টাকা করে বার্ষিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও সততা স্টোর পুনরুজ্জীবিত করা ও নতুন প্রজন্মকে সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ৩৯টি বিদ্যালয়ের সততা স্টোরের প্রত্যেকটির জন্য ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
জাগোনরসিংদী/স্টাফ রিপোর্টার