স্টাফ রিপোর্টার: শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নতি করেছে।সরকার নিজেদের শিক্ষা বান্ধব সরকার হিসেবে ইতোমধ্যে প্রমাণ করেছেন।
শনিবার (১০ জুন) সকালে উপজেলার বেলাব সরকারি হোসেন আলী কলেজে শিল্পমন্ত্রী, (নরসিংদী-৪) বেলাব-মনোহরদী আসনের সাংসদ আলহাজ্ব এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি কে সংবর্ধনা প্রদান ও কলেজের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, কলেজে এমন অনুষ্ঠান হতে হবে, যা দেখে সকলে বিষ্মিত হবে। শিক্ষার্থীদের জানতে হবে আজকে কোন সরকার ক্ষমতায় আছে, কে সরকার চালাচ্ছে, দেশে কি উন্নয়ন হচ্ছে আর উন্নয়নের অংশিদার দেশের বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এজন্যই ছাত্রলীগের রাজনীতি থাকতে হবে। এ দেশে যত উন্নয়ন হয়েছে তা কেবল আওয়ামী লীগ সরকারের হাত ধরেই হয়েছে। উন্নয়নের অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং ধরে রাখতে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। তাই উন্নয়নের এই অগ্রযাত্রা ধরে রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, শিল্পমন্ত্রী পুত্র মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ, জেলা পরিষদ সদস্য মেরাজ মাহমুদ মিরাজ , ইসরাত জাহান তামান্না, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঞা জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, আমলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সারোয়ার হোসেন অপু,সাধারণ সম্পাদক শাহরিয়ার তৌফিক'সহ প্রমুখ।