হলধর দাস : একটি জাতির মেরুদন্ড হলো শিক্ষা। আর শুধু পুঁথিগত বিদ্যাই একজন শিক্ষার্থীকে প্রতিষ্ঠিত করতে পারেনা। তাকে পুঁথিগত শিক্ষার পাশাপাশি সহায়ক শিক্ষাও গ্রহণ করতে হয়।
একজন শিক্ষার্থীর প্রধান সহায়ক শিক্ষা হলো খেলাধুলা। সুস্থ্য শরীর ও সুস্থ্যমন না থাকলে শিক্ষায় মনোযোগী হওয়া যায়না। এছাড়া একজন ক্রীড়াবিদ কখনো দুর্নীতি করতে পারেনা।
তাই দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে খেলাধুলার বিকল্প নেই। আর সুস্থ্য শরীর ও সুস্থ্যমনের জন্য চাই খেলাধুলা। একজন ক্রীড়াবিদ যেভাবে নিজেকে পরিচিত করতে পারে কোনো রাষ্ট্রের একজন প্রেসিডেন্টও নিজেকে সেভাবে পরিচিত করতে সক্ষম হয়না। কারণ একজন প্রেসিডেন্ট শুধুই তার দেশের প্রেসিডেন্ট। আর অপর দিকে একজন ক্রীড়াবিদ সারা বিশ্বের একটি আদর্শ ব্যক্তি হতে পারে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) জয়নগর অর্নাস কলেজের ৩২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত প্রধান বক্তা, সবুজ পাহাড় অনার্স কলেজের সভাপতি ও তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি'র প্রতিষ্ঠাতা মোঃ বশিরুল ইসলাম এসব কথা বলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাদিম সরকার। সাবেক জেলা রেজিস্ট্রার ও জয়নগর অনার্স কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাাখিল, জয়নগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাজাহান মিয়া প্রমুখ।
জাগো নরসিংদী/স্টাফ রিপোর্টার