হলধর দাস: নরসিংদীর বেলাবতে শিক্ষকদের পিকনিকের টাকা যোগাতে পুরনো খাতা বিক্রির নামে বিনা মূল্যে বিতরণের জন্য আনা ২০২১-২০২২ সালের পাঠ্য বই ট্রাক ভর্তি করে প্রকাশ্যে বিক্রি করার অভিযোগ উঠেছে। আর এই কাজটি করেছেন বিদ্যালয়ের শিক্ষকগণ নিয়ে গঠিত ক্রয়-বিক্রয় কমিটি ।
ঘটনাটি ঘটেছে বেলাবো উপজেলার ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ে। শুক্রবার (২৫ নভেম্বর, ২০২২) দুপুরে এর সত্যতা নিশ্চিত করেছেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ লোকমান হোসেন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একটি সচেতন মহল জানান, বই বিক্রি হয়েছে গত ২২ নভেম্বর ৩টায় স্কুল ছুটি পর। তিনি বলেন, আমি কখনোই বই বিক্রির পক্ষে না। আমাদের ক্রয়-বিক্রয় কমিটি আছে। এর আহ্বায়ক সহকারী প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন। তিনি এব্যাপারে
বলতে পারবেন।
ক্রয়-বিক্রয় কমিটির আহ্বায়ক সহকারী প্রধান শিক্ষক আমির হোসেন'র মুঠো ফোনে কয়েকবার চেষ্টা করেও কথা বলা যায়নি। তিনি মোবাইল রিসিভ করেননি।
এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মনির এর সাথে যোগাযোগ করলে তিনি বললেন ভিন্ন কথা। তিনি বলেন, "আমরা প্রতি বছর পিকনিকে যাওয়ার জন্য পুরাতন খাতা বিক্রি করে থাকি। এবারও সেগুলো বিক্রি করা হয়েছে। কোন বই বিক্রি করা হয়নি। যদি কোন বই বিক্রি করে থাকে, সেটা সিনিয়র শিক্ষক মোঃ লোকমান হোসেনের কাজ। তিনি এর আগেও মামলা মোকদ্দমা লাগিয়ে স্কুলে বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করেছে। এছাড়া খাতার সাথে অতি পুরাতন বই হয়তো অল্পসল্প বিক্রি হতে পারে। আমি তখন স্কুলে ছিলাম না।"
এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বই বিক্রি করার কোন অনুমতি নেই। যদি কেউ বই বিক্রি করে বলে প্রমাণ পাওয়া যায়,তাহলে তার বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। আমরা এর আগে গত মে মাসে চিঠি দিয়ে জেলার প্রত্যেক স্কুলের প্রধানকে জানিয়ে দিয়েছিলাম অতিরিক্ত বই যেন তারা ফেরৎ দিয়ে দেন।
এব্যাপারে জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)মোঃ আব্দুল্লা আল জাকী বলেন, 'দ্রুততম সময়ের মধ্যেই বিষয়টি তদন্ত করবো। প্রমাণ পাওয়া গেলে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।'