হলধর দাস: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম বলেছেন,আজকের শিক্ষার্থীরাই হবে আগামীদিনে দুর্নীতিমুক্ত ডিজিটাল বাংলাদেশের উপভোগকারী। তবে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে শিক্ষার্থীদের অবশ্যই মানবিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে বায়েজিদ বোস্তামির মতো সত্যের পথে চলতে হবে।
শনিবার(২৩/০৩/২০২৪) সকালে মনোহরদীর খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটরিয়মে
শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা ও মনোহরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায়
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ বায়েজিদুর রহমান খান।
বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ বশিরুল ইসলাম ও দুদকের সহকারী পরিচালক মশিউর রহমান।
মনোহরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোহাম্মদ সাদেকউজ্জামানের
সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস,মনোহরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন ফকির, স্বাগতিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিক, শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষকার্থী মাহবুবা তামনিম প্রমুখ।
প্রধান আলোচক বায়েজিদুর রহমান খান বলেন্
দুর্নীতি মুক্ত সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে । প্রত্যেক শিক্ষার্থীকে দুর্নীতিকে প্রশ্রয় না দেয়ার অঙ্গিকার করতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন সহজ হবে।
দুদক উপ-পরিচালক মোঃ বায়েজিদুর রহমান খান আরো বলেন, আমরা আশা করেছিলাম মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে কোন দুর্নীতি থাকবে না। কিন্তু স্বাধীনতার ৫৩ বছর পরও দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলতে হচ্ছে । ক্ষুধা মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা যারা আজকের শিক্ষার্থী, তোমরা একেকজন আগামীদিনের এক একটা বাংলাদেশ। আমরা তোমাদের মাধ্যমে আগামীদিনে দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।
মতবিনিময় সভার আগে "আইনের শাসনের অভাবই দুর্নীতি বিস্তারের মূল কারণ" এই বিষয়ে ওপর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষে
বীর আহম্মদপুর দাখিল মাদ্রাসা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় দল।
আলোচনা সভার পর অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।