স্টাফ রিপোর্টার: স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন শিক্ষা কারিকুলাম মোতাবেক বুধবার (১৯ জুলাই) নরসিংদী আইডিয়াল হাই স্কুলে শিক্ষা উপকরণ মেলা ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনজিল এ মিল্লাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত মেলা ও সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবীর শাহ ও সিনিয়র সাংবাদিক ও শিক্ষক হলধর দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরে আলম খান, আলমগীর হোসেন প্রমুখ।
প্রধান অতিথির ভাষণে হাবিবুর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রথমে যেটা দরকার সেটা হলো স্মার্ট সিটিজেন ও স্মার্ট সোসাইটি। স্মার্ট সিটিজেন গড়ার লক্ষ্যেই শিক্ষার্থীদের মধ্যে ইতিপূর্বে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে। আমরা বর্তমানে ডিজিটাল বাংলাদেশে অবস্থান করছি।
আগামী ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবো। সেই জন্যই ট্যাব বিতরণ এবং হাতে-কলমে শিক্ষার জন্য বাস্তব উপকরণের উপর সরকার গুরুত্বারোপ করেছে। শিক্ষার্থীরা উপকরণ ব্যবহার করে শিক্ষা গ্রহণ করলে সহজে সেটা মনের ভিতর স্থায়ী হয়ে যায়। তাই শিক্ষার্থীদের শিক্ষাটাকে বাস্তবে গ্রহণ করতে হবে।
উপকরণ মেলায় ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন বষয়ের প্রায় তিনশত বাস্তব উপকরণ নিজেরা তৈরী ও প্রকৃতি থেকে সংগ্রহ করে মেলায় উপস্থাপন করে।