• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

তালেব হোসেন মেমোরিয়াল একাডেমিতে মেধাবী-দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ৩০ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৫৩ পিএম
তালেব হোসেন মেমোরিয়াল একাডেমিতে মেধাবী-দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
ছবি প্রতিনিধি

হলধর দাস:  শিবপুর উপজেলার কামারটেক এলাকায়  প্রতিষ্ঠিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ' তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি'তে শিক্ষার্থীদের মায়ের  পা ধোয়া, মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার দিনব্যাপী সম্পন্ন হয়েছে। 

একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থী তাদের 'মা'দের পা ধৌত করে মুছে দেয়। একাডেমির প্রতিষ্ঠাতা রোটারিয়ান বশিরুল ইসলাম ও তার সহধর্মিনী বিলকিছ আক্তার ব্যাক্তিগত তহবিল থেকে একাডেমির পঁচাশি  জন গরীব ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন অনুদান ও বৃত্তি প্রদান করেন।

এছাড়া,বিশেষ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুরের নির্বাচিত সংসদ সদস্য জহিরুল  হক ভূঞা মোহন। 

অনুষ্ঠান উদ্বোধন করেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি  প্রফেসর মোহাম্মদ আলী। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে- শিবপুর উপজেলা আওয়ামীলীগের উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  শামসুল আলম রাখিল ও শিবপুর  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি  বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ( ভুলু মাস্টার)। তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি’র প্রতিষ্ঠাতা রোটারিয়ান বশিরুল ইসলাম বশির, সবুজ পাহাড়  কলেজের  অধ্যক্ষ মো: গিয়াস উদ্দিন ভূইয়া।

একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ তফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত  আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজিজুল হক মকুল,আব্দুল হেকিম ভূঞা প্রমুখ। 

প্রধান অতিথি বলেন, 'বশিরুল ইসলাম শিবপুরের এ পাহাড়ি এলাকায় একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে যেন একটি ফুলের বাগান তৈরী করেছেন। এই বাগানের শিক্ষার্থীরা দেশ গঠনের ক্ষেত্রে অসামান্য অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।'

পরে একাডেমির শিক্ষার্থী সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ