• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:০৮ পিএম
নরসিংদীতে সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান 

হলধর দাস: নরসিংদীতে সততা সংঘের মেধাবী ছাত্র-ছাত্রীদের সততা PROMOTE করার লক্ষ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠান রবিবার(১২মে,২০২৪)নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে। 

"দুর্নীতি দমন কমিশন শক্তিশালীকরণ" প্রকল্পের আওতায় দুদক সমন্বিত জেলা কার্যালয়,
গাজীপুরএর উপ-পরিচালক বায়েজিদু রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা সংঘের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর এর সহকারী পরিচালক মোঃ মশিউর রহমান ও সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর রউফ । 

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোস্তাক আহমেদ ভূঁইয়া, মেধাবী শিক্ষার্থী আশামনি আক্তারের মা হুসনা আক্তার,রায়পুরা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোঃ আরিফুর রহমান, সততা সংঘের সদস্য মেধাবী শিক্ষার্থী মোহনা আক্তার প্রমুখ।

প্রধান অতিথির ভাষণে দুদক উপ-পরিচালক বায়েজিদুর রহমান খান বলেন, আজকে আমরা তোমাদের যে বৃত্তি প্রদান করছি, তা দুর্নীতি দমন কমিশন দিচ্ছে। আর কমিশন দিচ্ছে মানে সরকার বা রাস্ট্র দিচ্ছে।  আর সরকার দিচ্ছে মানে জনগণ দিচ্ছে। এটা তোমাদের যোগ্যতায় তোমরা বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েই তোমরা পাচ্ছ।  সুতরাং তোমরাও একদিন পদমর্যাদায় একদিন অনেক বড় হইবা। তখন কিন্তু অসহায় মেধাবীদের কথা ভুলে গেলে চলবে না। 

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নরসিংদী'র সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে জেলার  ৬টি উপজেলার সততা সংঘের  ১২ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ১০০০/-টাকা করে ৬ মাসের জন্য ৬০০০/-টাকা উপবৃত্তি এবং প্রত্যেককে একটি করে ছাতা উপহার প্রদান করা হয়।  অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সম্পাদক মোঃ আলতাফ হোসেন নাজির। 
 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ