নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাছিমপুর আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও ইবতেদায়ী স্তরের উপবৃত্তি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় মাদ্রাসার হলরুমে মাদ্রাসার সুপার আব্দুর রব ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মাছিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান এবং অত্র মাদ্রাসার দীর্ঘদিনের সুযোগ্য সভাপতি মো. ফরহাদ আলম ভূঁঞা।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির অভিভাবক সদস্য, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষার্থীরা।