হলধর দাস: নরসিংদীতে জাতীয় শিক্ষাক্রম ২০২৩ এর বিস্তরণ প্রশিক্ষণের আওতায় জেলায় ছয়টি উপজেলার ৩৮শ মাধ্যমিক শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
৬ জানুয়ারি থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।
প্রথম দিনে নরসিংদী সদরের ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল ভেন্যুতে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচি শুরুতে সাথে মতবিনিময় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর মনিটরিং এন্ড ইভালুয়েশন উইং পরিচালক প্রফেসর মোহাম্মদ আমির হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র।
এ সময় সদর থানা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক আলতাফ হোসেন নাজিরসহ শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নরসিংদী সদর উপজেলা ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল ভেন্যুতে ৯৫০ জন শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বলে জানান সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।
একইসাথে পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা উপজেলার বিভিন্ন ভেন্যুতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র।