• নরসিংদী
  • বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী জেলা শিক্ষক সমিতির ৮ম ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ০৭ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:৪১ পিএম
নরসিংদী জেলা শিক্ষক সমিতির ৮ম ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিক্ষক সমিতি,নরসিংদী জেলা শাখা'র ৮ম ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার(৭ জুন,২০২৪)নরসিংদী শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের নির্বচিত চেয়ারম্যান আলহাজ্ব মো: মনির হোসেন ভূঞা। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া,বাংলাদেশ শিক্ষক সমিতির সহ-সভাপতি আবুল কাসেম,বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন ও বিটিএ কেন্দ্রীয় কমিটির সদস্য হারুনুর রশিদ। 

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। 
সম্মেলনের শুভ উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য, বাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা। 

বিটিএ নরসিংদী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলতাফ হোসেন নাজিরের সভাপতিত্বে এবং জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা হলধর দাস,তপন কুমার আচার্য্য, আবু মুছা,স্বজল চন্দ্র সরকার, আবু তাহের প্রমুখ। 

সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য আলতাফ হোসেন নাজির কে সভাপতি এবং রঞ্জিত কুমার দেবনাথকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। 

 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ