হলধর দাস: নরসিংদী সদর উপজেলার ভেলানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে "শিখবো সবাই" প্রকল্পের অংশীজনদের সাথে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ঝড়ে পড়া রোধে অভিজ্ঞতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৬ মে,২০২৪) অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ রুহুল ছগীর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিডিডি'র সিনিয়র কো-অর্ডিনেটর মোঃ জাহাঙ্গীর আলম, সাইট সেভার্সের জেলা সমন্বয়কারী রিংকু ইম্মানুয়েল কস্তা, ভেলানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি মোঃ আলতাফ হোসেন, পিটিআই কমিটির সভাপতি মোঃ ইউসুফ হাসান, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ বোরহান উদ্দিন, ফজিলা খাতুন, লুৎফা সাখাওয়াত লতা, প্রতিবন্ধীনেতা বিল্লাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেলানগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মনজিল এ মিল্লাত । অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন রানা ।
কর্মশালায় বক্তরা বলেন, শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও কমিটির সদস্যদের একযোগে কাজ করতে হবে।