• নরসিংদী
  • বুধবার, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

তোমার প্রস্থান।। পূরবী গুপ্তা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:০৯ পিএম
তোমার প্রস্থান।। পূরবী গুপ্তা

তুমি  যাবে এভাবেই ----যাও!
আমার ভিতরটা পূড়ছে----- হয়ে যাচ্ছ ছাই।
আমার বাগানের লাল গোলাপ গুলো ধূসর হয়েছে তাই! 
কত কথা বলার ছিল  কিছুই হয়নি বলা,
মনের উঠানে আর সাজে না শব্দের ভেলা,
শব্দরা মিলে আর হয় না কোন প্রেমের মালা,
মনের কোণে আর কোন বাহানায় স্বপ্নরা দেয় না উঁকি আমাদের মন পাড়ায় ছিল কত-শত  খুনসুটি। 
প্রকৃতিতে ভোর হয় দুপুর গড়ায় সন্ধে নামে,
তুমি যাবে বলে----- সন্ধে প্রদীপ জ্বেলে বাজাই না আর শম্ঙ ঘন্টা আসে না উলুধ্বনি। 
তোমার প্রেম করেছে আমায় নির্লীপ্ত, 
কোকিল বেসুরে গান গায়, আমার সোর্ন্দযে আর হও না তুমি মোহিত, 
আমার বেলকনির লাল হলুদ পাতার রং হয়েছে ফিকে,
যার লতা গুলো  ছড়িয়ে ছিল সারা বারান্দা জুড়ে। 
উঠোনে জোনাকিরা আর আসে না,
হৃদয়ে প্রেমের বাসনা আর জাগে না,
তুমি যাবে বলে------- ভরা পূর্নিমায় চাঁদের আলো আর
জোছনা ছড়ায় না।
হৃদয়ে ভায়োলিন আর বাজে না
তানপুরায় আর সুর উঠে না,
আমার মনের বাসনা গুলি আর ব্যাক্ত হয় না।
তুমি যাবে বলে------- প্রকৃতি হয়েছে অচেনা, 
হৃদয়ের মানস পট হয়েছে ধূসর
আমার সজানো স্বপ্ন ময় অনুভব অনুভূতি গুলি করছে শূন্যতায় হাহাকার, 
মনের আকাশে মেঘ ঝরছে অঝোর বৃষ্টিতে,
কাশবনে আর কোনদিন গল্প 
হবে না, 
আমার রুপের মুগ্ধতায় আর তুমি ডুব না,
ঘুঘু শালিক আর একসাথে উড়ে  না,
আমি আর আগের মত হাসি না,
ভালো বাসি গো তোমায় আজো ভীষণ ভালো বাসি,
তুমি আর আমায় ভালো বাস না।
 

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ