
সাহিত্যডেস্ক: নরসিংদী জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত এবারের মহান একুশে বইমেলা নরসিংদী পৌর পার্কে আয়োজন করার দাবি জানিয়েছেন বেশ কয়েকটি সংগঠন। মঙ্গলবার (১১ জানুয়ারি) জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সাথে সাক্ষাৎ করে এই দাবি জানানো হয়।
সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসক বলেন, 'সংগত কারণেই এবার পৌর পার্কে বইমেলার আয়োজন করা যাচ্ছে না। তাছাড়া বর্তমানে ওই স্থানে বাণিজ্য মেলা চলছে। আগে যোগাযোগ করে দাবি করলে হয়তো ওই স্থানে বইমেলা আয়োজনের ব্যবস্থা করা যেত।' তারপরও তিনি বিষয়টি ভেবে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।
উপস্থিত সংগঠনের প্রধান বা প্রতিনিধিরা হলে নারী অঙ্গণের নাদিরা ইয়াসমিন, প্রগতি লেখক সংঘের সুমন ইউসুফ, বাঙলাদেশ লেখক শিবিরের নাজমুল আলম সোহাগ, নরসিংদী পরিবেশ আন্দোলনের সুব্রত কুমার দে, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মোহাম্মদ আরিফ মিয়া, মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সুব্রত কুমার, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সুমন আজাদ, সঞ্চারী শিল্পকলা বিদ্যালয়ের তানভীর আহমেদ শাওন, সাহিত্যের সন্ধানের মিলন বাশার, প্রগতি লেখক সংঘের মো. শাহজালাল এবং শিবপুর সাহিত্য পরিষদের সভাপতি নুরুল ইসলাম নূরচান প্রমুখ।