• নরসিংদী
  • শনিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ পাচ্ছেন যাঁরা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:০০ পিএম
সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ পাচ্ছেন যাঁরা

সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত 'সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫' প্রদানের জন্য উদ্যোক্তা, সাংবাদিকতা এবং মিডিয়া ব্যক্তিত্বে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ জন পাচ্ছেন 'সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫'। গত ১৭ জানুয়ারি ২০২৫ খ্রি. রোজ শুক্রবার বিকাল ০৪:০০ ঘটিকায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত 'সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫' কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যারা 'সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫' এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:

১. গোলাম শাহরিয়ার কবির (শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী),
২. এম কে জামান (উদ্যোক্তা ও ব্যবসায়ী),
৩. ইব্রাহীম সাগর চৌধুরী (ক্ষুদ্র উদ্যোক্তা),
৪. মোঃ শফিকুল ইসলাম (সাংবাদিকতা), 
৫. মোঃ সাব্বির আহমেদ (মিডিয়া ব্যক্তিত্ব),

এই প্রসঙ্গে 'সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫' কমিটির আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন, 'সউফো জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে এই ৫ জনকে অ্যাওয়ার্ড প্রদানের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা সম্মাননার জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।'

উল্লেখ্য যে, উদ্যোক্তাদের উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। এই ফোরামে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা সৃষ্টি, আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, উদ্যোক্তাদের স্বাবলম্বীকরণ এবং নবীন-প্রবীণ উদ্যোক্তাদের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ফোরামের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে প্রবর্তন করা হয় 'সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫'।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ