• নরসিংদী
  • বুধবার, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

সেরা লেখক নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম নূরচান


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৪৫ পিএম
সেরা লেখক নির্বাচিত হয়েছেন নূরুল ইসলাম নূরচান

স্টাফ রিপোর্ট: সৃজনশীল অনলাইন প্ল্যাটফর্ম  'অনুভবে নরসিংদী'র পরিচালনা পর্ষদের বিবেচনায় আগস্ট মাসের (২০২৩) সেরা লেখক নির্বাচিত হয়েছেন 'অনুভবে নরসিংদী' গ্রুপের অন্যতম নিবেদিতপ্রাণ সদস্য জনপ্রিয় কবি নূরুল ইসলাম নূরচান। তাঁর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। 

অনুভবে নরসিংদী গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব আমজাদ জুয়েল কবিকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

কবি নূরুল ইসলাম নুরচানের জন্ম নরসিংদী জেলার শিবপুর উপজেলাধীন পেতিপলাশী গ্রামে। তাঁর পিতা মরহুম সামসু উদ্দিন, মাতা মরহুমা মরিয়ম বেগম। পাঁচ ভাই তিন বোনের মধ্যে তিনি পঞ্চম। 

অনেক আগে থেকে লেখালেখি শুরু করলেও ১৯৯৭ সালে 'এরই নাম জীবন' উপন্যাস প্রকাশের মধ্য দিয়ে লেখক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা চারটি। এগুলো সবই গল্প উপন্যাস। বর্তমানে তার একটি একক কবিতাগ্রন্থ (অবশেষে) প্রকাশের প্রস্তুতি চলছে। তিনি সাংবাদিকতা পেশার সাথে জড়িত রয়েছেন।

পাশাপাশি তিনি 'জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম' পত্রিকার সম্পাদক এবং 'শিবপুর সাহিত্য পরিষদ' এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 

নূরুল ইসলাম নূরচানকে আগস্ট মাসের সেরা লেখক নির্বাচিত করায় তিনি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। 

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ