হলধরদাস: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রবিবার (৮ মে) নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
'মানবতার সংকট ও রবীন্দ্রনাথ' বিষয়ক এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোস্তফা মনোয়ার ।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার মোঃ নূরুল ইসলাম, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ যথাক্রমে প্রফেসর মোহাম্মদ আলী ও প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আল আমিন প্রমুখ । আলোচনা শেষে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন অতিথিবৃন্দ।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা, গান, নৃত্য ও গীতিনাট্য পরিবেশন করে শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট আবৃতিকার প্রভাষক জহিরুল ইসলাম মৃধা।