• নরসিংদী
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

কবিতা : বারিষ ধারা।। পূরবী গুপ্ত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৩৯ পিএম
কবিতা : বারিষ ধারা।। পূরবী গুপ্ত


আষাঢ় মাস আকাশ ঢেকেছে কালো মেঘে, 
শ্রাবণের বারি ঝরছে অঝোর ধারায় 
টিনের চালের রিমঝিম শব্দ আমার মন রাঙায়, 
জানালার পাশে দাড়িয়ে বৃষ্টির
সাথে কথা হয় আমার,
বলি আকাশের মতো আমার মনে ও আছে কালো মেঘ।
সেজেছি নীল শাড়ী আর নীল টিপে হাতে পড়েছি নীল চুড়ি। 
ভিজব আজ মন কেমনের দিনে,
এই বারিষে মনের যত মেঘ ভাসিয়ে দেব যত্ন করে।

মনের দুঃখ ভাসিয়ে দেব নৌকা ভরে,
সাজাব এবার নিজকে নূতন করে, 
দুঃখ টাকে পূষব না আর যত্ন করে,
আকাশের ঐ মেঘের গর্জনে
বেড়ে যায় নিজের হৃদকম্পনে,
বারিষ শেষে আকাশ উঠে সেজেগুজে, 
ভুবন ভোলানো সাদা আর ছাই রং এ পূর্ন হয় মিতালিতে,
আমার নীল শাড়ী টা ভিজে ঠান্ডা বহন করে, 
নীলাদ্রি ছেয়ে যায় মনোজগৎ জুড়ে।  
তাই ত আমি আবার সাজব আকাশ জুড়ে যে ছাই সাদা রং
ভাসে তা থেকে একটু নিয়ে 
ছাই সাদা চুড়ি দারে,
মনটাকে রাঙিয়ে চলব বাদল
দিনের আকাশের মতো  করে,
আসবে বারিষ আবার আসবে
পরবে ধারা প্রকৃতিকে মোহনীয় করে। 
 

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ