মো. কবির আহমেদ: গোলাপের কান্নার মত বড় সাহেবদের কাছে আলাপ সংক্ষেপ, পথের শিশুটি হাত পেতে বলতে থাকে, 'সারাদিন কিছু খাইনি, দুইডা টেয়া দেননা আফা।'
তার আর কিছু বলার নেই। কারণ, জীবন সংগ্রামে অনেক দৌড়াতে হবে, তাই তার আলাপ সংক্ষেপ।
ট্রেনের পিছু ছুটে চলা একদল বালকের ভবিষ্যৎ নিশ্চুপ, ডাস্টবিন যাদের খাবার ঘর, ময়লা ছেঁড়া জামা, তবু তারা উলঙ্গ বালক। পথের ল্যামপোস্ট তাদের আলো দিয়ে রাতের অন্ধকার দূর করে আর দিনে সূর্য, কাছে এসে মনের অন্ধার দূর করবে-
এমন কজন আছে? কারণ, তাদের আলাপ সংক্ষেপ।
বড় সাহেবদের কাছে যারা সংক্ষেপ, প্রকৃতি তাদের আপন করে নিয়েছে নিজের মত করে।
এ জগতের সবার আলাপ সংক্ষেপ, চেয়ে থাকি দেখিনা, বোবাকালা হয়ে থাকি কিছু বুঝি না, কিছু বলার নেই, কিছু করার নেই। কারণ, আমারও আলাপ সংক্ষেপ।