আনোয়ার হোসেন
চাচার কোলে মানুষ হইয়া
শিক্ষা জীবন শেষ ।
ভালো বেতনে চাকুরী করে
সুখে আছে বেশ ।
চাচার কথা ভুলে গেছে
লয়না চাচার খবর ।
বাড়ী ঘরে আসে না সে
হইলো অনেক বছর ।
বড় লোকের মেয়ে পেয়ে
করছে নাকি বিয়ে।
অতীত জীবন ভুলে গেলো
শশুড় বাড়ি পেয়ে।
চাচা ছিলো নিস্বার্থ্যবান
এতিমকে করে ছিলো মানুষ।
মানুষ হইয়া অমানুষ সাজলো
নিলো না চাচার খোজ।
ভেবে চিন্তে চাচা একদিন
রওনা দিলো ঢাকা।
ঠিকানা মতে গিয়ে দেখে
বাসা যে তার ফাঁকা।
নিরাশ হইয়া ফিরলো বাড়ী
মনে বড় দুঃখ।
তবু চাচা করে দোয়া
তাকে দিও আল্লাহ সুখ।