স্টাফ রিপোর্ট: নরসিংদী জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু সাহিত্যিক ও বাংলা একাডেমির উপ পরিচালক ইমরুল ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যের সন্ধানে এর প্রতিষ্ঠাতা কবি ও ছড়াকার আসাদ সরকার এবং কবি ও লেখক শামীমা আক্তার বনানী।
আরো উপস্থিত ছিলেন জনাব আবদুল হাই, সহকারী প্রধান শিক্ষক (দায়িত্বপ্রাপ্ত) প্রভাতি শাখা, জনাব আকরাম হোসেন, সহকারী প্রধান শিক্ষক (দায়িত্বপ্রাপ্ত) দিবা শাখা, রমজান আলী সরকার, সিনিয়র শিক্ষক দিবা শাখা, জনাব মোঃ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, জনাব আল আমিন, সহকারী শিক্ষক প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মাসুদুর রহমান, প্রধান শিক্ষক ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয় এবং সঞ্চালনায় ছিলেন জনাব জোহরা বেগম, সিনিয়র শিক্ষিকা, জনাব নাহিদ হাসান সিনিয়র শিক্ষক।