সাহিত্য ডেস্ক: মাসিক সাহিত্য ম্যাগাজিন ‘সময়ের খেয়া’র প্রথম বর্ষ তৃতীয় (ডিসেম্বর ২০২৩) সংখ্যা প্রকাশিত হয়েছে।
তৃতীয় সংখ্যাটি সাজানো হয়েছে বাংলাদেশ এবং ভারতের বেশ কিছু নবীন প্রবীণ লেখকদের প্রবন্ধ, স্মৃতিচারণ, গল্প ও ছড়া কবিতা দিয়ে। সময় যত গড়াচ্ছে ততই এর পাঠক সংখ্যা বাড়ছে বলে জানা গেছে।
প্রবীণ সাংবাদিক, কবি ও সাহিত্যিক নূরুল ইসলাম নূরচান পত্রিকাটি সম্পাদনা করছেন। নিয়মিত পত্রিকাটি প্রকাশ হওয়ার কারণে লেখক পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছেন। অনেকেই পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছেন।
এ বিষয়ে পত্রিকাটির সম্পাদক নূরুল ইসলাম নূরচান জানান, 'এ পত্রিকার মাধ্যমে নতুন লেখক সৃষ্টি করতে তারা আগ্রহী। যাতে করে বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করতে পারেন তারা।' তাঁদের প্রচেষ্টা সার্থক হবে বলে বিজ্ঞজনরা মনে করছেন।