স্টাফ রিপোর্ট: সাহিত্যের সন্ধানে'র আয়োজনে নরসিংদীর করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাহিত্য আড্ডা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্যের সন্ধানে নরসিংদী সদর উপজেলা কমিটির সভাপতি কবি হানিফ শমসের।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যের সন্ধানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কবি ও ছড়াকার আসাদ সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাহিত্যসন্ধানের উপদেষ্টা কবি গোলাম ফারুক। কবি ইকরামুল হক।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন আমেনা আক্তার, অনিক সিদ্দিকীসহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কলরব শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক কবি রাকিব হাসান ভূঁইয়া।