রুমী খান
শেষ বিকেলে তোমায় নিয়ে হাঁটবো নদীর পাড়ে
গল্প করবো তোমার সাথে বসে নদীর ধারে।
সূর্য যখন বিদায় নিতে যাবে পশ্চিম পাশে
সন্ধ্যা হলে চাঁদ মামা আসবে হেসে হেসে।
তারা গুনবো তুমি আমি আকাশের দিকে তাকিয়ে
জোছনার সাথে লুকোচুরি খেলবে নদী জল লুকিয়ে।
তোমাকে ভালোবেসে আমি গুনবো অপেক্ষার প্রহর
তোমাকে কাছে চাই আমি সারা জীবন ভর।
শেষ বিকেলে তোমার সাথে কাটাতে চাই সময়
তুমি পাশে থাকলে আমার করবে না কোন ভয়।