
আসাদ সরকার
বর্ষা এলে বৃষ্টি পড়ে টাপুরটুপুর
বর্ষা এলে বৃষ্টি পড়ে সকাল দুপুর।
বর্ষা এলে আকাশ পড়ে পায়ে নূপুর
বর্ষা এলে বৃষ্টির জলে ভরে পুকুর।
আষাঢ় এলে কদম ফুটে শাখে শাখে
আষাঢ় এলে পাখি উড়ে নদীর বাঁকে।
আষাঢ় এলে হিজল ফুলে গন্ধ ভাসে
আষাঢ় এলে খালে বিলে শাপলা হাসে।
বাদলা দিনে রোদ বৃষ্টির চলে খেলা
বাদলা দিনে খালে বিলে ভাসায় ভেলা।
বাদলা দিনে মেঘ যে ছুটে আঁকা বাঁকা
বাদলা দিনে জল রঙের ছবি আঁকা।