জাগো নরসিংদী রিপোর্ট : সৃজনশীল সাহিত্য সংগঠন "সাহিত্যের সন্ধানে" এর মনোহরদী উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন সাহিত্যের সন্ধানের প্রতিষ্ঠাতা কবি ও ছড়াকার আসাদ সরকার।
সাহিত্যকে পল্লীর পরতে পরতে পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করেন সাহিত্যের সন্ধানে প্রতিষ্ঠাতা। বিভাগীয় কমিটি ও জেলা কমিটির সাথে প্রত্যেকটা গ্রাম পর্যায়ে কাজ করার জন্য উপজেলা কমিটি ঘোষণা করেন।
শুক্রবার ঢাকা বিভাগীয় কমিটি ও জেলা কমিটি পরামর্শ ক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। কবি ও গীতিকার মোসলেম উদ্দিন প্রধানকে আহ্বায়ক এবং কবি ও ছড়াকার মোঃ দেলোয়ার হোসেনকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করেন।
আগামী ০৩-০৮ -২০২৩ তারিখে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে জানিয়েছে সাহিত্যের সন্ধানে এর প্রতিষ্ঠাতা। উক্ত কমিটিকে দুই বছরের জন্য অনুমতি প্রদান করেন নরসিংদী জেলা কমিটি।