রুমী খান
আটই মার্চ নারী দিবস
পালন সবাই করে রে
নারীর অধিকার এই দিনে
ফিরে পেতে চাইরে
নির্যাতিত নারীরা আজ
অধিকার যে চায় রে
অধিকার নিয়ে যারা করে
যারা অন্যায় করে রে।
অত্যাচারি মা বোনদের
পাশে দাঁড়াতে চাই রে
তাই আজ নারীর অধিকার
ফিরে পেতে চাই রে।