• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

রক্ত দিয়ে কেনা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:১৫ পিএম
রক্ত দিয়ে কেনা
লোগো

রবিউল হাসান 

অ - আ - ক - খ -
জগৎ জুড়ে 
আজ পরিচিত।

সবাই জানে - সবাই চিনে।
বাঙালিরা রক্ত দিয়ে 
মায়ের ভাষা কিনে।

অ- আ- ক- খ - 
বাঙালির হৃদয়ের ছন্দ।

পৃথিবীর সব দেশ তাই,
বাঙালির স্মৃতি জড়িত 
ভাষা দিবস, একুশে ফেব্রুয়ারিকে -
শ্রদ্ধা জানায়।

ভালোবাসার পূর্ণতা আজ,  
কানায় কানায়
বিহঙ্গের ডানায় ডানায়
বর্ণ মালারা গান গায়।

অ - আ - ক - খ -
আকাশের রঙ ধনুর মতো।
স্বপ্ন আঁকে,  স্বপ্ন দেখে
মন চায় যতো ----।

অন্ধকার রাতে, 
জোনাকির সাথে-
আকাশের তারারা মাতে।

শহীদদের বেদীতে, 
ফুলের সুভাষ ছড়াতে -
বাঙালিরা আসে প্রভাতফেরিতে-
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে।।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ