রবিউল হাসান
অ - আ - ক - খ -
জগৎ জুড়ে
আজ পরিচিত।
সবাই জানে - সবাই চিনে।
বাঙালিরা রক্ত দিয়ে
মায়ের ভাষা কিনে।
অ- আ- ক- খ -
বাঙালির হৃদয়ের ছন্দ।
পৃথিবীর সব দেশ তাই,
বাঙালির স্মৃতি জড়িত
ভাষা দিবস, একুশে ফেব্রুয়ারিকে -
শ্রদ্ধা জানায়।
ভালোবাসার পূর্ণতা আজ,
কানায় কানায়
বিহঙ্গের ডানায় ডানায়
বর্ণ মালারা গান গায়।
অ - আ - ক - খ -
আকাশের রঙ ধনুর মতো।
স্বপ্ন আঁকে, স্বপ্ন দেখে
মন চায় যতো ----।
অন্ধকার রাতে,
জোনাকির সাথে-
আকাশের তারারা মাতে।
শহীদদের বেদীতে,
ফুলের সুভাষ ছড়াতে -
বাঙালিরা আসে প্রভাতফেরিতে-
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে।।