• নরসিংদী
  • শনিবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

পদ্মার বুকে  পদ্মা সেতু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৫ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:২৮ এএম
পদ্মার বুকে  পদ্মা সেতু
পদ্মা সেতু

নূরুদ্দীন দরজী

পদ্মার বুকে পদ্মা সেতু বাংলাকে করেছে একাকার,
এ যে বিশ্বের বিস্ময়  সোনার বাংলার অহংকার।
পদ্মা তুমি ন‌ও শুধুই কীর্তিনাশা ন‌ও  সর্বনাশা,
ভেঙে আবার গড়ে তোল জাগাও মনের আশা।

এপাড় ভেঙে ওপাড় গড়ো মিলাও যে দুইপাড়
তোমার বিরহে তোমার মিলনে  হ‌ই এক পার।
পবিত্র গঙ্গা থেকে জন্ম নিয়ে এসেছো বাংলায়,
বিধাতার আর্শীবাদে আছো সবার ভালোবাসায়।
বঙ্গবাসী ধন্য আর তোমার রুপ পাগলপারায়,
বঙোপসাগরে  পড়ে মিলেছো বিশ্ব জলধারায়।

তোমার তীরে গড়ে উঠেছে কতনা নগর বন্দর,
মানুষের সাথী হয়ে তুমি রয়েছো জীবনভর।
পদ্মা সেতু বঙ্গবন্ধুর ছিল স্বপ্ন ও ছিল নির্দেশনা,
সে স্বপ্নের বাস্তবায়ন করলেন শেখ হাসিনা।
 পদ্মার বুকে পদ্মা সেতু তাই বাংলা ভাগ্যবান,
বিশ্ববাসী গাহে আজ শুধু এ সেতুর জয়গান।

(২৫জুন/২০২২ পদ্মাসেতু উদ্ধোধন স্মরণে)

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ