আসাদ সরকার
রাত পোহালে কোরবানির ঈদ
বসবো না আজ পাঠে,
গরু কিনতে আজি যাবো
কোরবানিরই হাটে।
মোটা তাজা দেহ দেখে
কিনবো আমরা গরু,
শিং দুটি তার লম্বা লম্বা
লেজ যেন হয় সরু।
নামাজ শেষে ঈদের দিনে
গরু করবো জবাই,
গরীব দুঃখী সবাই মিলে
গোশত খাবো সবাই।