স্টাফ রিপোর্ট: সাহিত্য ও মানবিক কাজের স্বীকৃতি স্বরূপ মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড -২০২৩ পেলেন সৃজনশীল সাহিত্য সংগঠন "সাহিত্যের সন্ধানে"র প্রতিষ্ঠাতা দৈনিক বিজয় পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি, সাপ্তাহিক বর্তমান যোগাযোগ পত্রিকার সহ সম্পাদক কবি- ছড়াকার ও নরসিংদী প্রিপারেটি কলেজের প্রভাষক আসাদ সরকার। মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল ৭ ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে এই আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম, চেয়ারম্যান বাংলাদেশ প্রেস কাউন্সিল, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন লায়ন এম এ আউয়াল, সাবেক এমপি, চেয়ারম্যান ইসলামিক গণতান্ত্রিক পার্টি, প্রধান আলোচক আলহাজ্ব ব্যারিস্টার জাকির আহমেদ, আওয়ামী লীগ নেতা, মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর আনিসুজ্জামান, আন্তর্জাতিক খ্যাতিমান দার্শনিক উপাচার্য গ্লোবাল বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন, অতিরিক্ত -সচিব বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়, অধ্যাপক ডা. ছায়েফ উদ্দিন আহমেদ, উপ উপাচার্য ( প্রশাসন) বিএসএসবি এম, মোঃ আব্দুল হাসেম, ডেপুটি এটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাসেম, ডা. মো হারুন রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল এর চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান।