আসাদ সরকার
মায়ের আদর ঘুমের চাদর
সেকি পরম সুখ,
মায়ের কোলে শুয়ে শিশু
ভুলে মনের দুখ।
ক্লান্তি সরে শান্তি মিলে
মায়ের আঁচল তল,
প্রশান্তিতে ঘুমায় শিশু
বুকে নিয়ে বল।
মা জননী শোনায় কত
ঘুমপাড়ানির গান,
হয়না মধুর মায়ের মত
কারো গানের শান।
আঁধার ঘরে আলো মা যে
প্রভুর সেরা দান,
শিশুর প্রতি হয় না কারো
মায়ের মতন টান।
মা'র কদমে পায় যে খুঁজে
স্বর্গ সুখের ঘ্রাণ,
মা জননী সুখের খনি
আমার দেহের প্রাণ।