• নরসিংদী
  • শুক্রবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ;   ০৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

আত্মপ্রকাশ করলো সাহিত্য পত্রিকা 'সময়ের খেয়া'


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:০৪ পিএম
আত্মপ্রকাশ করলো সাহিত্য পত্রিকা 'সময়ের খেয়া'

স্টাফ রিপোর্ট: নরসিংদী থেকে এই প্রথম আত্মপ্রকাশ করেছে জাতীয় সাহিত্য পত্রিকা 'সময়ের খেয়া।' এটি মূলত সাহিত্য বিষয়ক ছোট কাগজ। পত্রিকাটি প্রতি মাসেই প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ। ইতিমধ্যে অক্টোবর ২০২৩ সংখ্যা প্রকাশিত হয়েছে।

পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক হিসেবে আছেন কবি ও সাবেক উপজেলা শিক্ষা অফিসার নূরুদ্দীন দরজী। এটি সম্পাদনা করছেন কবি, সাহিত্যিক ও সাংবাদিক নূরুল ইসলাম নূরচান। পত্রিকাটির সহ-সম্পাদক কবি আসাদ সরকার, ব্যবস্থাপনা সম্পাদক হাবিবুর রহমান এবং নির্বাহী সম্পাদক রবিউল হাসান।

প্রথম সংখ্যায় যাঁদের লেখা স্থান পেয়েছে তারা হলেন, নূরুদ্দীন দরজী, ড. এস এম শাহনূর, শুক্কর আলী খোরাসানী, আব্দুল্লাহ আল মামুন রিটন, মাহমুদা আঞ্জুমান
সাঈদা আজিজ চৌধুরী, নান্টু বড়ুয়া, মিলন বাশার
ডা. মো. কামরুল হক, মোঃ শাহজালাল মিয়া
মঈনুর আহমে, ফেরদৌসী খানম রীনা, কবিমন কাউসার,
হাজী আবু কাউসার, মোখলেছুর রহমান, মোঃ মিজানুর রহমান, মোঃ মনিরুজ্জামান মোল্লা, আনোয়ার হোসেন,
আবু নাঈম রিপন, এ আর আতিক, নাসিম আজাদ,
মোঃ সাইদুর রহমান খান,আরজাত হোসেন, রুমী খান,
আবু সাঈদ আশিক, সাবিনা সিদ্দিকী শিবা, মোঃ শাহাদাত হোসেন, রৌনকা আফরুজ সরকার, মোহাম্মদ আরিফুল্লাহ ভূঁইয়া,মহিউদ্দিন আহমেদ, আর, কে, পরশ, সারোয়ার আলম, আবু তাহের মৃধা, হানিফ রাজা, এস এম শামীম,
মুহাম্মদ আনোয়ার হোসাইন, শবনম শিউলী, আসাদ সরকার, সীমা দেবনাথ, হাবিবুর রহমান মাস্টার, রবিউল হাসান, মারজিয়া পপি এবং নূরুল ইসলাম নূরচান।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ