আসাদ সরকার
দেহে আমার মাটি
আমি বন্ধু খাঁটি
বিপদ দেখলে আস্তে করে
থাকি আমি কাটি।
পোশাক পরিপাটি!
বন্ধু আমি খাঁটি!
যুগের সাথে তাল মিলিয়ে
আমি বন্ধু হাঁটি।
সরল বন্ধুর ঘাঁটি !
বন্ধু আমি খাঁটি !
সুযোগ বুঝে স্বার্থে লোভে
নেতা পাও চাটি।