
আসাদ সরকার
জন্মের পরে মেলে আঁখি
তোমার মুখটি প্রথম দেখি
তুমি চোখের তারা,
স্বার্থ ছাড়া এ জগতে
পারে না কেউ ভালোবাসতে
মাগো তুমি ছাড়া।
ভোরের সূর্যে জগত আলো
তোমার জ্ঞানে আমি আলো
তুমি মোর পাঠশালা।
তুমি মাগো অনেক গুণী
তোমার মুখে প্রথম শুনি
অ আ বর্ণমালা।