অনিক সিদ্দিকী
ময়না পাখি ময়না পাখি শুনতে কি পাও আমায় একটু মধুর সুরে গান শুনিয়ে যাও।
গান শুনিয়ে মনটা আমার ভালো করো শুধু আদর করে খেতে দেবো খাঁটি মৌয়ের মধু।
মধু যদি না খাও দিবো গাভীর দুধ গান শুনিয়ে যাও তুমি থাকে যদি বোধ।