নূরুল ইসলাম নূরচান
কালবৈশাখী তুমি এসো না আমার ঘরে
তোমার ভয়ে আমার অন্তর কাঁপে ডরে।
ঘরের সবগুলি খুঁটিও নড়বড়ে
আমার ঘরখানি যদি পড়ে
তাহলে থাকতে হবে আমায় অন্যের ঘরে।
তোমার তাণ্ডবে যদি পড়ে যায় আমার ঘর
তা মেরামত করতে কোথায় পাবো আমি খড়?
কালবৈশাখী- এই মিনতি করি আমি তোমার তরে।
আমি এক অসহায় মানুষ, থাকি একটি ঘরে।
এভুবনে কেউ নেই আমার, একমাত্র আমিই আমার।