• নরসিংদী
  • শনিবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

কবিতা / এসো না আমার ঘরে 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৪৮ পিএম
কবিতা /এসো না আমার ঘরে 
কুঁড়ে ঘর। ছবি : সংগৃহীত

নূরুল ইসলাম নূরচান 

কালবৈশাখী তুমি এসো না আমার ঘরে 
তোমার ভয়ে আমার অন্তর কাঁপে ডরে।
ঘরের সবগুলি খুঁটিও নড়বড়ে 
আমার ঘরখানি যদি পড়ে  
তাহলে থাকতে হবে আমায় অন্যের ঘরে।

তোমার তাণ্ডবে যদি পড়ে যায় আমার ঘর 
তা মেরামত করতে কোথায় পাবো আমি খড়?
কালবৈশাখী- এই মিনতি করি আমি তোমার তরে।
আমি এক অসহায় মানুষ, থাকি একটি ঘরে। 
এভুবনে কেউ নেই আমার, একমাত্র আমিই আমার।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ