বাস্তববাদী কবি ও সাহিত্যিক নুরুল ইসলাম নূরচান বাস্তবতাকে কলমের মাধ্যমে ফুটিয়ে তোলেন অনবদ্য লেখনির মধ্য দিয়ে। ২০২৪ সালের মহান একুশে বইমেলায় প্রকাশিত 'হঠাৎ একদিন' বইটিও এর ব্যতিক্রম হয়নি। এ বইয়ের প্রত্যেকটা গল্প আপনাকে নিয়ে যাবে সমাজের ঘটে যাওয়া কিছু চরম বাস্তবতার পাহাড়ের চূড়ায়। প্রত্যেকটা গল্পে আপনি অল্প সময়ের জন্য হলেও নিজেকে খুঁজে পাবেন।
প্রত্যেক গল্প আপনাকে একটা কথা শিক্ষা দিবে যে, হঠাৎ এক দিন আমরা সবাই একা হয়ে যাবো। এবার মূল বই এ ফেরা যাক- আপনি বই খুলতেই যে পবিত্র ভালোবাসার বহিঃপ্রকাশটা দেখতে পারেন সেটা অন্য কোন বই এ আছে বলে আমার জানা নেই।
লেখক বইটি তার প্রিয়তমা স্ত্রীকে সুন্দর কিছু শব্দগুচ্ছ দিয়ে উৎসর্গ করেছেন, যেটা এর আগে আমি কখনো পাইনি।
প্রত্যেক মানুষই সন্তানদের নিয়ে হাজার স্বপ্ন থাকে, সেই স্বপ্ন বুকে লালন করেছিলো সোবাহান সাহেব। কিন্তু সন্তানের নিষ্ঠুরতার শিকার হয়ে তাকেও হঠাৎ একদিন বাড়ি ছেড়ে দিতে হয়েছে। আর একই অবহেলায় দুনিয়া ছেড়ে চলে গেছেন 'বিদায় ঘণ্টা' গল্পের আমির উদ্দিন। সোবাহান সাহের আর আমির উদ্দিন সাহেবের গল্প পড়েই মনে হয় আমিত আমার বাবার সাথে ভুলেও এমন করিছি না।
অন্যায় বা ভুল করে যে মানুষ তা কোন দিন ভুলতে পারে না তা ইজ্জত আলী ও মেহেদী হাসানকে পড়লে বুঝা যায়- মা বোনাদের কর্মের জন্য যে এ সমাজ এখনো নিরাপদ নয় তা তৈয়বেনেছা বুঝিয়ে দিয়েছে।
জীবন যুদ্ধে পরাজিত মানুষের নামের তালিকায় আলিমুদ্দিনও একজন। মধ্যবিত্ত বা গরিব মানুষগুলো যে কি পরিমাণ কষ্টে জীবনযাপন করে তা এখানে তুলে ধরা হয়েছে সাদা কাগজে, সত্যি বলতে এই গল্পগুলো পড়লেই নিরীহ অসহায় কিছু মানুষের মুখ ভেসে আসে. তখন বুকের ভেতর চিকন একটা ব্যথা অনুভব হয়।
সন্তান আর ফ্যামিলি চাহিদা পূরণ করতে না পারার চিন্তায় শেষ হয়ে যাওয়া তাসলিমা খাতুন এর স্বামী লুতফর এর কথাও মনে দাগ কেটে যাওয়ার মত। সে দিক বিবেচনা করলে আসমত আলী অনেক ভাগ্যবান। কেননা কামরুল এর মত ছেলে খুব কমই হয়, কিন্তু নিয়তি এখানেও তার নির্মম রূপটা দেখিয়ে দিয়েছে।
গল্পের এই অংশে এসে আপনার মনে হতে পারে আমাদের অস্তিত্ব কতটা অনিশ্চত, বাস্তবতার নিরিখে লেখা এমন মোট ১৩ টি ছোট গল্প আছে এই বই এ। এই বইটি পড়লে অবশ্যই পাঠকের মনে দাগ কেটে যাবে।
আর সব থেকে ভালো হয় যদি আপনি আপনার সন্তানকে বইটি উপহার দেন। ঝরঝরে ভাষায় লেখা বইটিতে কোথাও অশ্লীলতার কোন ছাপ নেই। প্রতিটি গল্পই এক একটি শিক্ষনীয় বার্তা দিয়ে গেছে। পরিশেষে লেখকের উত্তরোত্তর সমৃদ্ধি ও বইটির বহুল প্রচার কামনা করছি।
বই : হঠাৎ একদিন
ধরন : ছোটগল্প
লেখক : নুরুল ইসলাম নূরচান
প্রকাশক : উচ্ছ্বাস প্রকাশনী, বাংলা বাজার, ঢাকা।
প্রাপ্তিস্থান : রকমারি ডট কম
-মো. নাহিদুল ইসলাম।