• নরসিংদী
  • শনিবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

স্বপ্নঘুড়ি


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১১ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:৪৭ পিএম
স্বপ্নঘুড়ি
ছবি সংগৃহীত

বিএম বরকতউল্লাহ্

একটি শিশু আপন মনে গাছের ডালে বসে
কী হবে সে মনে মনে দেখছে হিসেব কষে।
পেয়ে গেছি, হবো আমি সুতো ছেঁড়া ঘুড়ি
হাত দুখানি পাখা করে যাচ্ছে শিশু উড়ি।

এলে বেলে বন পেরিয়ে সাগর দিল পাড়ি
ধীরে ধীরে হারিয়ে গেল চেনা ঘর ও বাড়ি।

হঠাৎ হাওয়ার গতি পেয়ে ছুটল উপর দিকে
কালো মেঘের বাধাগুলো সরালো এক কিকে।
জোছনা ঢেলে হাসিমুখে দাঁড়িয়ে আছে চাঁদ
উঠল জেগে ঘুড়ির মনে চাঁদে যাওয়ার সাধ।

সুতোবিহীন মুক্ত ঘুড়ি ছুটল চাঁদের দেশে
হাত বাড়িয়ে টেনে নিল চাঁদের বুড়ি এসে।
ঘুরে ঘুরে চাঁদের দেশে ফিরে এল বাড়ি
একটু পরে জাগল মনে হবে মটর গাড়ি।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ