• নরসিংদী
  • শনিবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

অবশেষে [শেষ পর্ব]


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০৭ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৫৭ পিএম
অবশেষে [শেষ পর্ব]
প্রতিকী ছবি

নূরুল ইসলাম নূরচান

তোমার স্মৃতিগুলো আমাকে তাড়িয়ে বেড়ায়।
উন্মাদের মতো হয়ে আমি তোমাকে খুঁজতে লাগলাম।
খবর পেলাম, তুমি কেন্দ্রীয় জেলখানায় আছো-
একটি খুনের দায়ে যাবজ্জীবন দণ্ড দিয়েছে তোমাকে।

আমি তোমাকে দেখার জন্য জেলখানায় গেলাম
কিন্তু দেখতে পেলাম না
তুমি আমাকে দেখে অন্যদিকে তাকিয়ে থাকলে।
অগ্যতা আবার ফিরে এলাম আমি আমার গন্তব্যে।

আমি তোমার ও তোমার মুক্তির অপেক্ষায় প্রহর গুনছি, এর মধ্যে বেশ কয়েকটি বসন্ত পেরিয়ে গেছে।
একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখি-
আমার কালো কেশ রং বদলে সাদা হচ্ছে।

হঠাৎ একদিন খবর পেলাম-
তুমি কালামুক্ত হয়ে বাড়িতে ফিরে এসেছো
খুশিতে আমি সারা বাড়ি মাতিয়ে তুললাম। 
সে কি খুশি আমার, আমি ঘরণী হব তোমার।

আমি ছুটে গেলাম তোমার কাছে
কিন্তু আমাকে দেখে তুমি খুশি হতে পারলে না
অবাক কণ্ঠে বললে, 'তুমি এখনো বেঁচে আছো!'
আমি জবাব করার আগেই তুমি আমাকে বিদায় দিলে।

আমি চলে আসার আগে তুমি জড়তার কণ্ঠে বললে, 'আমার ভুলের প্রায়শ্চিত্ত ভোগ করেছি আমি
এখন আর সময় নেই আমার তোমাকে গ্রহণ করার, তোমার কাছে করা ভুলের জন্য নি:শর্ত ক্ষমাপ্রার্থী আমি।'

[সুপ্রিয় পাঠকদের অনুরোধে কবিতাটির শেষ অংশ লেখলাম]

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ