খাতুনে জান্নাত
সংসারের ঘটিজালে ছন্দহীন, অচঞ্চল
কাঁঠাল পাতার মতো ঝরে রোজ
ক্লোরোফিল বিহীন
ফসলের ঐতিহ্যের কারুকাজ হতে ছুটে আসে কঙ্কাল
অস্তিত্ব বিহীন জরায়ু জন্ম দিতে দিতে মুছতে থাকে নাম।
কর্তৃত্বের কলেমা বিচ্ছ্যুত হয়ে
কবরের কারুশিল্পে লীন হতে থাকে
নিজের অজান্তে ডুবে যায় এঁদোজলে
আমাদের বেকার মেয়েরা।
পরজীবি শ্বাস নেয়
অর্কিডের শোভা নয় আভরণ
অদৃশ্য ছায়া
সংসারের ধুনে আবহমান পতিত শ্রেণি।
পাহাড়ের স্থবিরতা ভাঙতে ভাঙতে চলে পারিশ্রমিকহীন কবন্ধ শ্রমিক-
আমাদের বেকার মেয়েরা।
শিশু ও পুষ্টির অহম, সাজসজ্জা
অর্থহীন দিব্যজ্ঞান অরণ্যের বিভা
তার চোখ শিল্পহীন
তার মন আরোগ্যবিহীন।
মূল হারিয়ে হিসাবে কষতে বসে সুদের উসুল
আমাদের বেকার মেয়েরা
কালো অক্ষরের নিয়তিকে অক্ষরেখা মনে করে ঘুরতে থাকে সমাজের আঙুলে নিয়ত পেন্ডুলাম।