রুমী খান
বায়ান্না সপ্তাহ পরে
এসেছে যে রমজান
খুশিতে নাচে যে এই মন
নতুন জামার ঘ্রাণে।
রমজান গেলে আসবে যে ঈদ
খুশিতে গাইবো গীত
ফুরতি করবো মিলে সবাই
সাথে পড়বো সালাত।
নামাজ পড়বো যাকাত দিবো
গরিবদের পাশে রবো
সুখ আনন্দ ভাগ করে
এক সাথে যে চলবো।