• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে প্রথম উপন্যাস প্রকাশিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ১৫ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:৩২ পিএম
শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে প্রথম উপন্যাস প্রকাশিত
উপন্যাসের প্রচ্ছদ

জাগো নরসিংদী ডেস্ক: বঙ্গবন্ধুর দুই কন্যার সংগ্রামমুখর জীবনকে উপজীব্য করে একটি উপন্যাস রচিত হয়েছে। বইটিতে বঙ্গবন্ধু হত্যার পর ১৯৭৫-৮১ সময় পর্যন্ত বৈরী বাস্তবতায় ইউরোপের বিভিন্ন দেশ এবং ভারতে অবস্থানরত অবস্থায় তাঁদের সংগ্রামময় জীবনকে তুলে ধরা হয়েছে। 

উপন্যাসটি রচনা করেছেন প্রখ্যাত কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। উপন্যাসের নামকরণ করা হয়েছে   ‘হে সন্তপ্ত সময়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘আগামী প্রকাশনী’ এই নতুন উপন্যাসটি প্রকাশ করেছেন।

আগামী প্রকাশনীর মালিক ওসমান গণী বলেন, 'বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার ১৯৭৫-৮১ সময় নিয়ে রচিত এটি প্রথম উপন্যাস।'

তিনি বলেন, 'এই উপন্যাসে বঙ্গবন্ধুর দুই কন্যার জীবনসংগ্রামের সঙ্গে সঙ্গে উদ্ভাসিত হয়েছে অন্ধকার থেকে বাংলাদেশ জাতিরাষ্ট্রের আলোকযাত্রার প্রামাণ্য পর্বও। বইটি উৎসর্গিত হয়েছে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতির উদ্দেশে, যিনি ভয়াবহ দুঃসময়ে বঙ্গবন্ধুর দুই কন্যাকে প্রদান করেছিলেন মমতাময় আশ্রয় ও নিরাপত্তা।'

সূত্র: বাসস

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ