জাগোনরসিংদী রিপোর্ট: প্রখ্যাত কবি ও ছড়াকার আবু আসাদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে বিকেলে নরসিংদী প্রেসক্লাব সভাকক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন সাহিত্যের সন্ধানে শিপুর উপজেলা কমিটি।
আলোচনায় সভা সভাপতিত্ব করেন নরসিংদী জেলা কমিটির সম্মানিত উপদেষ্টা কবি ও লেখক খাদেম রসুল সরকার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিটির সম্মানিত উপদেষ্টা ড. মোয়াজ্জেম হোসেন, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির শাহ্, নরসিংদী জেলা কমিটির সম্মানিত উপদেষ্টা,সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক কবি ও ছড়াকার এমদাদুল ইসলাম খোকন।
আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও লেখক নূরুল ইসলাম নূরচান, সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা কমিটির সম্মানিত উপদেষ্টা সাহিত্যজন শুক্কুর আলী খোরাসানী, ঢাকা বিভাগীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক ওমর সানি, শিবপুর উপজেলা কমিটির সম্মানিত সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মনোহরদী উপজেলা কমিটির সম্মানিত সভাপতি মোঃ মুসলেম উদ্দীন প্রধান, বেলাব উপজেলা কমিটির সম্মানিত সভাপতি মোঃ মুখলেছুর রহমান, সদর উপজেলা কমিটির সম্মানিত সভাপতি মোঃ হানিফ শমসের, রায়পুরারা উপজেলা কমিটির সম্মানিত সভাপতি কবিমন কাউছার, কবি ও ছড়াকার দেলোয়ার হোসেন, সাহিত্যের সন্ধানে'র প্রতিষ্ঠাতা কবি ও ছড়াকার আসাদ সরকার প্রমুখ।
সার্বিক সহযোগিতা করেন সাপ্তাহিক নরসিংদীর কণ্ঠ'র সম্পাদক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাহিত্যের সন্ধানে নরসিংদী জেলা কমিটির সম্মানিত সিনিয়র সহ সভাপতি সৈয়দ মাহবুব তামিম।
পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।