• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা।। মারজিয়া পপি


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:১৪ এএম
বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা।। মারজিয়া পপি
বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা।। মারজিয়া পপি

আজ ১৭ ই মার্চ সেই মানুষটার জন্মদিন 
যায় জন্ম হয়েছিল টুঙ্গিপাড়ায়,
সকল কাজেই যিনি ছিলেন সেরা;
পরের উপকারে যার ছিল নিবেদিত প্রাণ I
ছিলেন তিনি সাহসী অদম্য দূর্বার ;
জেল খেটেছেন বহুবার ,
অন্যায়ের প্রতিবাদে একনিষ্ঠ অনির্বাণ ৷
রেসকোর্স ময়দানে বলিষ্ঠ নেতৃত্বে জ্বালাময়ী ভাষণে যে দিয়েছিলেন ডাক দেশ রক্ষার্থে,
লাখো মানুষ নেমেছিলো যার এক ডাকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দেশকে মুক্ত করতে,
সোনার বাংলা গড়তে ঘাতকের চক্রান্তে দিয়েছিলেন প্রাণ তিনি পঁচাওরের ১৫ই আগস্টে স্বপরিবারে!
ইতিহাসের পাতায় নেমেছিলো সেদিন নিকষ কালো অধ্যায়!
বিজয়ের লাল সবুজের পতাকার সাথে,
বিনম্র শ্রদ্ধায় কোটি মানুষের হৃদয়ে আজ তিনি জ্বলজ্বলে নামI
সে আর কেউ নয় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানI

 

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ