হলধর দাস: নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নির্দেশনায় জেলা সদরের মাধবদী এলাকায় স্থাপিত ২ টি ব্যাটারি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রে ও জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জানান, পরিবেশের ছাড়পত্র, ইটিপি, এটিপি, এসিড লাইন্সেস ইত্যাদি বিষয়ে অনুমতি না থাকা অপরাধের জন্য ২টি ব্যাটারী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উল্লেখিত জরিমানা আদায় রা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এ দুটি মামলায় দুই প্রতিষ্ঠানকে ২ লাখ ৭০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয় এবং সাথে সাথে তা আদায় করা হয়।
প্রতিষ্ঠান দুটি হলো "জিসাংসু জিংডিং স্টোরেজ লিমিটেড, মাধবদী " এবং "ডি এ ও নাং পাওয়ার টেকনোলজি লিমিটেড, রাইনাদী, মাধবদী"। জেলা প্রশাসন, নরসিংদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিনাত ফৌজিয়া মোবাইল কোর্ট পরিচালনা করেন। পরিচালিত মোবাইল কোর্টে সহায়তা করেন নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় ও নরসিংদী জেলা পুলিশ।