• নরসিংদী
  • বৃহস্পতিবার, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ;   ১৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী জেলা জজ আদালতে পিপি, স্পেশাল পিপিসহ আইন কর্মকর্তা নিয়োগ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:২২ পিএম
নরসিংদী জেলা জজ আদালতে পিপি, স্পেশাল পিপিসহ আইন কর্মকর্তা নিয়োগ

স্টাফ রিপোর্টার: নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) পদে আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। এর মধ্যে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন এড. আব্দুল বাছেদ ভুঞা এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন এড. শিরীন আক্তার শেলী।

রবিবার (১০ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) এর উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বারিত এক পত্রে এ তথ্য জানা যায়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন এড কাজী নজরুল ইসলাম ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেব নিয়োগ পেলেন এড. শামীম আহমেদ খান।

অপরদিকে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন, এড. কানিজ ফাতেমা ও এড. মো. আবু তালেব।

নরসিংদী জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরিত এ পত্রে বলা হয়। The Code of Criminal Procedure, 1898 এর Section 492 এবং The Legal Remembrancer's Manual, 1960 এর Chapter II, Paragraph | এর Rule 9 Paragraph 6 এর Rule 17 এর বিধান মতে নরসিংদী জেলার জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালতে এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পূর্বে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাঁদেরকে স্ব স্ব পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদানপূর্বক নিম্নস্থকে বর্ণিত আইজীবীগণকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পাশে উল্লেখকৃত পদে নিয়োগ দেওয়া হলো:

পাবলিক প্রসিকিউটর (জেলা ও দায়রা জজ আদালত) : আব্দুল বাছেদ ভুঞা পিতা- মৃত মো. সাহাজ উদ্দিন ভুঞা। তিনি নরসিংদী আইনজীবী সমিতিতে ১৯৮৯ সালের ২৬ নভেম্বর সদস্য হিসেবে যোগদান করেন।

পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) এড. শিরীন আক্তার শেলী পিতা- মো. আলাউদ্দিন তালুকদার। তিনি নরসিংদী আইনজীবী সমিতিতে ২০১৩ সালের ০৬ এপ্রিল সদস্য হিসেবে যোগদান করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. কাজী নজরুল ইসলাম পিতা-কাজী আব্দুল ওয়াছেক, ২০১৩ সালের ০৬ এপ্রিল এবং সহকারী পাবলিক প্রসিকিউটর শামীম আহমেদ খান, পিতা-মৃত মো. কামরুজ্জামান খান ২০১৮ সালের ২৩ ডিসেম্বর নরসিংদী আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (জেলা জজ ও দায়রা জজ আদালত) কানিজ ফাতেমা স্বামী- মৃত মো. শাহ আলম, ১৯৯৪ সালের ৩০ এপ্রিল এবং এড. মো. আবু তালেব পিতা- মৃত আবদুল হাশিম, ২০০২ সালে ২৯ জানুয়ারী নরসিংদী আইনজীবী সমিতিতে যোগদান করেন।

এছাড়াও জেলা জজ ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর পদে ১৮ জন আইন কর্মকর্তা নিযোগ দেওয়া হয়েছে। তারা হলেন,এড. মো, মাসুদুল আলম ভূঁইয়া, এড. উম্মে সালমা মায়া, এড. আব্দুল কাদের টিটু, এড. ইসরাত জাহান সম্পা, এড. রাজিয়া সুলতানা (জুপি), এড. মোহাম্মদ শাহজাহান, এড. মো, জসিম উদ্দিন মৃধা, এড. জহিরুল হক সজল, এড. মো. বাইজিদ বোস্তামী (বাবুল) , এড. নারগিস আক্তার, এড. মো. কবির মিয়া, এড. মোহাম্মদ জহিরুল হক (জুয়েল), এড. আব্দুল্লা আল জাহিদ ভুঞা, এড. আয়েশা আক্তার চম্পা, এড. মো. তৌহিদুজ্জামান খাঁন (সুজন), এড. মো. সাইফুল ইসলাম ভুঞা (টিপু), এড. মো. আল আমিন হোসেন (বিপ্লব) ও এড. সিফাত হাসান ভূঞা (রনি) ।
 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ