মকবুল হোসেন : মাধবদী পৌর এলাকার কাশিপুর মহল্লার মোকারম মোল্লার মালিকানাধীন সুইস হাউজের ৬ষ্ঠ তলা বিল্ডিং এর ছাদের চিলেকোঠা থেকে সাদির হোসেন (৩৩) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনরা জানায়, গত ১৫ ডিসেম্বর রবিবার সন্ধা থেকে সাদির নিখোঁজ ছিল। তার এ নিখোঁজের বিষয়ে মাধবদী থানায় জিডি করা হয়েছে। আজ ২০ডিসেম্বর শুক্রবার দুপুর ২.৩০মিনিটে সাদির এর বন্ধু গোপী ভৌমিক তাদের সংবাদ দিলে তারা পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে। নিহত সাদির একই থানার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া গ্রামের মিজানুর রহমান এর ছেলে। তার বিবাহিত জীবনে স্ত্রী ও তিন সন্তান রয়েছে।
সাদিকের বন্ধু গোপী জানায়, গত ১৯ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৬টায় মাধবদী পুরাতন পুলিশ ফাড়ির সামনে তার দেখা হয়।
এসময় সাদির তার কাছ থেকে রুমের চাবি নেয়। চাবি দিয়ে গোপী শেখেরচর বাবুরহাটে তার চাকরিতে চলে যায়। পরবর্তীতে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হলে বাসায় এসে দেখা করার চেষ্টা করে। তাতেও ব্যর্থ হয়ে পরবর্তীতে আজ ২০ডিসেম্বর শুক্রবার দুপুরে তাদের পরিবারের লোকজনকে সংবাদ দেয়।
পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।